নিজস্ব সংবাদদাতাঃ আইসিপি পেট্রাপোলের ১৪৫ ব্যাটালিয়ন বিএসএফ এর বাহিনী একটি সোনা চোরাচালানের প্রচেষ্টাকে সম্পূর্ণ ব্যর্থ করে দেয়। তারা বাংলাদেশ থেকে ভারতে পাচার করার জন্য ৬০টি সোনার বিস্কুট সহ একজন ট্রাক চালককে আটক করে।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
জানা গিয়েছে, সোনার বিস্কুটের আনুমানিক ওজন ৬.৯৯৮ কেজি। যার মূল্য আনুমানিক প্রায় ৪.৩৩ কোটি টাকা।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)