নিজস্ব সংবাদদাতা : সীমান্তে একদিকে যেমন কড়া নজরদারি চলছে সবসময়, অন্যদিকে তেমন নতুন নতুন পন্থা অবলম্বন করে চলছে অপরাধ। যদিও বিএসএফ সব সময় সজাগ। এবারেও তাই অভিনবপন্থা অবলম্বন করেও পার পেল না পাচারকারীরা। উত্তর ২৪ পরগনায় ভারত-বাংলাদেশ সীমান্তে কৃষকের ছদ্মবেশে অস্ত্র পাচার করতে গিয়ে গ্রেফতার ১। যদিও পালিয়ে গিয়েছে ধৃতের সহযোগী।
জানা গিয়েছে,ভারত-বাংলাদেশ সীমান্তে ১টি দেশীয় পিস্তল, ২টি ম্যাগাজিন এবং৫টি লাইভ রাউন্ড সহ অবৈধ অস্ত্র সহ ছদ্মবেশ ধরা এক চোরাচালানকারীকে গ্রেফতার করেছে বিএসএফ। ধৃতের নাম আলি মণ্ডল। উত্তর ২৪ পরগনা জেলার পাটকেলগাছা গ্রামের বাসিন্দা। গ্রেফতারকৃত আসামীর সহযোগী লালিম মন্ডল পলাতক।