নিজস্ব সংবাদদাতা: বিআরএস এমএলসি কে কবিতা, যিনি সম্প্রতি তার গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করে একটি নতুন আবেদন দাখিল করেছিলেন সুপ্রিম কোর্টের সামনে, সেই আবেদন এখনও বিচারাধীন। কে কবিতা সুপ্রিম কোর্টে একটি নতুন লিখিত পিটিশন দায়ের করেছেন এবং তার রিমান্ডকেও চ্যালেঞ্জ করেছেন।
আবেদনে বলা হয়েছে, রিমান্ড আদেশটি ১৪১ ধারা মেনে চলে না। এই ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট ঘোষিত আইন ভারতের ভূখণ্ডের মধ্যে সমস্ত আদালতের জন্য বাধ্যতামূলক হবে। কে কবিতা তার আবেদনে পিএমএলএ আইনের ১৯ (ক) ধারাকেও চ্যালেঞ্জ করেছেন।