জঙ্গিহানায় মৃত ভাই, কী বলছেন দাদা?

মৃত ব্যক্তি উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা।

author-image
Jaita Chowdhury
New Update
terrorist attack kashmir.JPG

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা শুভম দ্বিবেদী। সদ্য প্রাণ হারিয়েছেন পহেলগাঁও জঙ্গি হামলায়। কানপুরে তার চাচাতো ভাই সৌরভ দ্বিবেদী বলেন, "...শুভম ভাইয়ার বিয়ে হয়েছিল এই বছরের ১২ ফেব্রুয়ারি। তিনি তার স্ত্রীর সাথে পহেলগামে ছিলেন। আমার শ্যালিকা আমার কাকাকে ফোন করে জানান যে শুভমের মাথায় গুলি লেগেছে। আরও বলা হচ্ছে যে, ব্যক্তিদের নাম জিজ্ঞাসা করার পর গুলি চালানো শুরু হয়... আমরা তথ্য পেয়েছি যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পর ২-৩ দিন পরে মৃতদেহটি ছেড়ে দেওয়া হবে...।''

 

 

হোলিতে রাজ্যে বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা!