মাছ ভাত প্রসঙ্গ এনে তৃণমূলকে ভোট দিতে বললেন মমতা

কি বললেন মমতা?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
mamataban1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: নদীয়া থেকে ভাষণ দেওয়ার সময় মাছ ভাত প্রসঙ্গ এনে তৃণমূলকে ভোট দিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আগে তারা বলতেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে দুর্গাপূজা করতে দেন না। পশ্চিমবঙ্গে দুর্গাপূজা হয় কি না তা আপনি (জনসাধারণ) বলুন। তারা অনেক মিথ্যা বলে। তারা বলে আমরা সরস্বতী পূজা করতে দিই না। আপনি (বিজেপি) সরস্বতী পূজার মন্ত্র জানেন? আপনি কি পশ্চিমবঙ্গের সংস্কৃতি জানেন? আপনার রাজ্যে মাংসের দোকান বন্ধ রয়েছে এবং আপনি বাংলায় এসে জিজ্ঞাসা করেন আপনি কেনও মাছ খান? আমি বলি, মাছে ভাতেই বাঙালি- তারা সেটা জানে? আপনি যদি (বিজেপি) ধোকলা, দোসা খেতে চান - এটি করুন। আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা কি খাব বা কি পড়ব তা আপনি ঠিক করতে পারবেন না।"

Add 1

BJP | TMC