নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূল নেতা শেখ শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে বৃহস্পতিবার অর্থাৎ আজ সিপিএম নেত্রী বৃন্দা কারাট বলেন, "কলকাতা হাইকোর্টের চাপে পড়ে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। সন্দেশখালির ঘটনা যখন ঘটেছিল, তখন এফআইআর দায়ের করা হয়েছিল, তখনও দলের তরফে তাঁকে আড়াল করা হয়েছিল।"
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)