নিজস্ব সংবাদদাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় স্বাধীনতার ৭৮ বছর পর পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের সংযোগকারী কেলেঘাই নদীতে নাগলকাটা এলাকায় পাকা সেতু নির্মাণ হতে চলেছে। যেখানে ছটি ব্লকের প্রায় ১০ লক্ষের বেশি মানুষ যাতায়াত করতে পারবে। বিশেষ করে সবং, পিংলা নারানগড়, বেলদার মানুষগুলোর কলকাতা যাতায়াতের ক্ষেত্রে প্রায় ৭০ কিলোমিটার রাস্তা কম হবে।
/anm-bengali/media/post_attachments/33b4ecaa-fef.png)
প্রতিবছরই নাগলকাটায় সেচ দপ্তরের উদ্যোগে কাঠের ব্রিজ তৈরি করা হত এবং তা প্রতিবছর বন্যার জলে ভেসে ভেসে যেত। তাতে প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ হত। দীর্ঘদিন ধরেই সবংয়ের বর্তমান বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া এবং বিধায়ক গীতা ভূঁইয়া মুখ্যমন্ত্রীকে একাধিক বার চিঠি দিয়ে সমস্যার কথা জানিয়েছিলেন। অবশেষে সেই আবেদনে সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩৪ কোটি টাকা মঞ্জুর করেন এই এলাকায় পাকা সেতুর জন্য। আর এতেই খুশি এলাকাবাসী।
দ্রুততার সঙ্গে কাজ শুরু হবে বলে জানান পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স।
পাশাপাশি রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়াও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
এবার শুধু সময়ের অপেক্ষা। আর সেই অপেক্ষাতেই দিন গুনছে কেলেঘাই নদীর দুই দিকে থাকা ৬ টি ব্লকের মানুষজন।