চাষের জমির মাটিতে রমরমিয়ে চলছে ইটভাটার কাজ!

'একটি গাছ, একটি প্রাণ' তবুও বন-জঙ্গল থেকে রাতের অন্ধকারে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবৈধভাবে অজয় নদীর ঘাট থেকে বালি উত্তোলন করে ভাটায় নিয়ে আসছে, এমনকি সেই ভাটাগুলিতে প্রকাশ্য দিবালোকে ঢুকছে ব্যাপক পরিমাণে অবৈধ কয়লা।

author-image
Pallabi Sanyal
New Update
ইটভাটা.

ইটভাটা

হরি ঘোষ, পান্ডবেশ্বর : জঙ্গল কেটে চাষের জমি থেকে মাটি তুলে রমরমিয়ে চলছে ইটভাটার কাজ। বিপুল পরিমাণে মাটি কেটে সেই মাটি এবং বনজঙ্গল কেটে সেগুলি জ্বালানি হিসেবে ব্যবহৃত করছে ইটভাটার মালিকরা, অভিযোগ এমনই। জামুড়িয়া বিধানসভার শ্যামলা অঞ্চলের ছত্রিশ গন্ডা এলাকার ঘটনা।  ১৯৮০ সালে ছত্রিশ গন্ডা এলাকায় দু-একটি ইটভাটা নিয়ে হাতেখড়ি হয়েছিল ইটভাটার মালিকদের। কিন্তু আজ ওই এলাকায় গড়ে উঠেছে একাধিক ইটভাটা।  'একটি গাছ, একটি প্রাণ' তবুও বন-জঙ্গল থেকে রাতের অন্ধকারে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবৈধভাবে অজয় নদীর ঘাট থেকে বালি উত্তোলন করে ভাটায় নিয়ে আসছে, এমনকি সেই ভাটাগুলিতে প্রকাশ্য দিবালোকে ঢুকছে ব্যাপক পরিমাণে অবৈধ কয়লা। সূত্র মারফত জানা যায়, ছত্রিশ গন্ডা এলাকায় কিছু ভাটা রয়েছে যে ভাটাগুলি নির্মাণ হয়েছে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড এবং পশ্চিমবঙ্গ সরকারের জমির উপর। দীর্ঘদিনের মানুষের ব্যবহৃত রাস্তা, ইসিএলের বালি ব্যাংকার, হাসপাতাল, পুকুর , এমন কি ওই পুকুর ভরাট করেই গড়ে উঠেছে একাধিক ইটভাটা, সূত্রের খবর।এই বিষয় নিয়ে তীব্র আক্রমণ চালিয়েছে বিজেপি ও সিপিএম।এই বিষয় নিয়ে  শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজলী মন্ডলকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান যে বিষয়টি তার জানা নেই। তিনি বিষয়টি খোঁজখবর নিয়ে দেখবেন।জামুড়িয়া বিএলএলআরও-র সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি তিনি এড়িয়ে যান।