নিজস্ব প্রতিনিধি, গড়বেতা: চাষের জমিতে এখন আর ফসল চাষ হচ্ছে না, চাষ হচ্ছে চোলাই মদের। গড়বেতা ৩ নম্বর ব্লকের অন্তর্গত বেশ কিছু জায়গায় হানা দিয়ে বিপুল পরিমাণে চোলাই মদ উদ্ধার করল আবগারি দফতর।
গোপন সূত্রে খবর পায় আবগারি দফতর। তারপরে অভিযান চালিয়ে মাঠে চাষের জমিতে ফসলের বদলে দেখতে মিলল ড্রামে ভর্তি চোলাই মদ। ওই মদ নষ্ট করল আবগারি দফতর। গরবেতা তিন নম্বর ব্লকের বেশ কিছু জায়গায় এমনই ছবি দেখা গেল।
/anm-bengali/media/media_files/2025/03/20/lBsf55djQnaPByGqIETz.jpeg)