নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে বড় কোনও সহিংসতা হচ্ছে না বলে পূর্বেই জানিয়েছিলেন সৌগত রায়। এবার ফের সহিংসতার বিষয়ে মুখ খুলেছেন তিনি। এবার তিনি রাজ্যপালকে নিশানা করেছেন। তিনি বলেছেন, "তৃণমূলের ৩ জন নিহত হয়েছে। আইনশৃঙ্খলা রাজ্য সরকারের অধীনে, এটা রাজ্যপালের কাজ নয়। ভোটের সহিংসতা দেখাশোনা করা রাজ্য নির্বাচন কমিশনারের কাজ৷ ভোট ঘোষণার পরে রাজ্যপালের কোনও ভূমিকা নেই"।