নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ স্কুলের টিআইসির রুমের তালা ভেঙে ভিতরে ঢুকে একাধিক আলমারির তালা ভেঙে তছনছ করল দুষ্কৃতী। এমনকি সরস্বতী পুজো ও স্কুলের পরিকাঠামো উন্নয়নের কাজের জন্য রাখা লক্ষাধিক টাকা চুরি ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চন্দ্রকোনায়। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার পলাশচাবড়ী নিগমানন্দ উচ্চবিদ্যালয়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পলাশচাবড়ী বাজারে জনবহুল এলাকায় স্কুলের ভিতর একের পর এক তালা ভেঙে প্রায় দেড় লক্ষ টাকা চুরির ঘটনা ঘটেছে।
খবর পেয়ে স্কুলে গিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা থানার পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে স্কুলের টিআইসি অর্থাৎ টিচার ইন চার্জ গণেশ চন্দ্র লেট জানান," স্কুলে এসে দেখেন তার রুম খোলা তা নিয়ে গ্রুপ ডি কর্মীকে ফোনে জিজ্ঞেস করলে সেও তখন স্কুলে আসেনি। এনিয়ে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তিনি আরও জানান, তার রুমের একাধিক আলমারির তালা ভাঙা। আলমারিতে সরস্বতী পুজো ও স্কুলের কিছু পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে তার জন্য পেমেন্টের জন্য নগদ টাকা রাখা ছিল সেই টাকা নেই। "
এ বিষয়ে স্কুলের কোষাধ্যক্ষ শুভাশিষ গোস্বামী জানান," সরস্বতী পূজার টাকা, ভোকেশনাল ফর্ম বিক্রির টাকা,মিডডে মিলের টাকা সহ দেড় লক্ষ টাকা ছিল তা চুরি হয়েছে। " রাতের অন্ধকারে স্কুলের টিচার ইন চার্জের রুমের তালা ভেঙে ভিতরে থাকা ৬ টি আলমারির তালা ভেঙে তছনছ,আলমারিতে রাখা দেড় লক্ষ টাকা চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চন্দ্রকোনার পলাশচাবড়ী এলাকায়। সরস্বতী পুজোর জন্য গচ্ছিত ৮৪ হাজার টাকা গায়েব সাথে ভোকেশনাল ফর্ম বিক্রি, স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য রাখা বাকি টাকাও চুরি হওয়ায় বিপাকে স্কুল কর্তৃপক্ষ। পুলিশ তদন্ত করে ঘটনার দ্রুত কিনারা করুক চাইছেন স্কুল কর্তৃপক্ষ থেকে সকলেই।