ব্রেকিং: কর্মীদের জন্য বরাদ্দ পেটো, গুলি, রড-লাঠি, ভাইরাল শুভেন্দুর চাঞ্চল্যকর মন্তব্য

বেঙ্গালুরুতে চলছে বিরোধীদের বৈঠক। এই বিষয় নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন শুভেন্দু। 

author-image
Aniket
New Update
111

File Picture

নিজস্ব সংবাদদাতা: বেঙ্গালুরুতে ২ দিন ধরে চলমান বিরোধীদের বৈঠক নিয়ে এবার ট্যুইট করে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তিনি প্রশ্ন তুলেছেন, "কর্মীরা খাবে পেটো, গুলি, রড-লাঠি; আর নেতাদের বরাদ্দ মুচমুচে ফিশ ফ্রাই?" ইতিমধ্যেই শুভেন্দুর এই ট্যুইট ভাইরাল হতে শুরু করেছে। তিনি ট্যুইট করে বলেছেন, "বাংলায় কুস্তি বেঙ্গালুরুতে দোস্তি!!! কর্মীরা খাবে পেটো, গুলি, রড-লাঠি; আর নেতাদের বরাদ্দ মুচমুচে ফিশ ফ্রাই? কি রাজনীতি রে ভাই! পঞ্চায়েত নির্বাচনের সময় বাংলার শাসক দলের অত্যাচার প্রতিহত করার জন্য তাদের জীবন উৎসর্গকারী শ্রমিকদের মৃতদেহ উপেক্ষা করেছে সুবিধাবাদী জোট। আহত অনেক শ্রমিক এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমি কংগ্রেস ও সিপিএম কর্মীদের জন্য করুণা বোধ করি। তাদের নেতারা তাদের পিঠে ছুরিকাঘাত করেছে"।