নিজস্ব সংবাদদাতা: ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এবার বড়সড় প্রশ্ন উঠে গেল রাজ্যপালের বড় সিদ্ধান্তের পর। রাজ্যপাল সিভি আনন্দ বোস বুধবার রাতে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং লেটার ফিরিয়ে দিয়েছেন। ফলে তিনি আর নির্বাচন কমিশনার হিসাবে থাকবেন কিনা সেই বিষয়ে উঠছে প্রশ্ন। আর এর সঙ্গেই প্রশ্ন উঠছে, নির্বাচন কমিশনার ছাড়া রাজ্যে ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন করা কি সম্ভব হবে? রাজীব সিনহা পদ হারালে পঞ্চায়েত নির্বাচনের আগে দ্রুত নতুন নির্বাবচন কমিশনার নিয়োগ করা সম্ভব কিনা সেই বিষয়েও উঠছে প্রশ্ন। ফলে এখন দেখার পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে নয়া কি মোড় আসে।