নিজস্ব সংবাদদাতা: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই সহিংসতা শুরু হয়ে যায়। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেও বোমা, রক্ত, মৃত্যুর মত দিকগুলির সাক্ষী থাকল রাজ্যবাসী। সবথেকে বেশি উত্তেজনা তৈরি হয়েছে ভাঙড়ে। এবার মাঝ রাস্তায় আচমকাই নির্বাচন কমিশনার রাজীব সিনহার গাড়ি থামিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। গতকাল তিনি সহিংসতার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে জানাতে নবান্নেও গিয়েছিলেন। তবে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়নি তার।