নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই উত্তাল হয়ে রয়েছে গোটা রাজ্য। হামলা, উত্তেজনা, মৃত্যু রাজ্যে নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে। পঞ্চায়েত নিৰ্বাচন পর্ব কাটলেও মৃত্যু মিছিল বন্ধ হয়নি। আজ শনিবার ভাঙড় ও ক্যানিংয়ে দুই স্থান থেকে ভোটের জেরে হিংসার ফলে ২ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। ফলে ভোট ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত রাজ্যে নিবাচনের সহিংসতার বলি হয়েছেন ৫৪ জন। এছাড়াও ভোট হিংসার শিকার হয়েছেন হাওড়ার আমতার একাধিক বিজেপি কর্মীর পরিবার। তাদের বাড়িতে ভাঙচুর করা হয়। দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। এবার তাদের পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আজ তিনি হাওড়ার আমতায় গিয়েছেন। সেখান থেকে কড়া ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, "মমতা ব্যানার্জির কোমরে দড়ি পরানো পর্যন্ত এই লড়াই চলবে"। এছাড়াও আক্রান্ত বিজেপি কর্মীদের পরিবার পিছু ২৫ থেকে ৩০ হাজার টাকা করে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে থেকে বাড়ি বানিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, বিজেপি কর্মীদের ওপর চলমান এই অত্যাচার মেনে নেওয়া হবে না। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও দাবি করেছেন, এক শিশুকে শ্লীলতাহানি করা হয়েছে। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'জিহাদি' বলে আক্রমণ করেছেন। তিনি দাবি করেছেন, রাজ্য জুড়ে ঘটে চলা সহিংসতার পেছনে পুলিশ দায়ী। পুলিশকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, তার লক্ষ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোমরে দড়ি পড়ানো। প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পরেই মুর্শিদাবাদে প্রথম নির্বাচনের বলি হয়ে প্রাণ যায় এক কংগ্রেস কর্মীর। অভিযোগের তীর ছিল তৃণমূলের দিকে। তবে দিন যত এগোতে থাকে মৃত্যু মিছিল ততই বাড়তে থাকে। মৃত্যু মিছিলে রয়েছেন কংগ্রেস, তৃণমূল, বিজেপি, সিপিএম সহ সাধারণ মানুষ। ভোট কাটলেও মৃত্যু মিছিল শেষ হয়নি রাজ্যে। শনিবারও দুই জনের মৃত্যু হয়েছে রাজ্যে। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে বোমা উদ্ধার লেগেই রয়েছে। শনিবারও বোমা উদ্ধার হয়েছে মুর্শিদাবাদে। শনিবার সাতসকালে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে দুইজন শিশু আহত হয়েছেন। ফলে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে অশান্তির বাতাবরণ এখনও লেগেই রয়েছে।
ব্রেকিং: "মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোমরে দড়ি"
হাওড়ার আমতায় গিয়েছেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করেছেন তিনি।
New Update