ব্রেকিং: আচমকাই সব শেষ- মৃত্যু হল তৃণমূল নেতার- তৃণমূলের টিকিটে প্রথমবার ভোটে দাঁড়িয়েই পেয়েছিলেন সাফল্য

 তৃণমূলের টিকিটে প্রথমবার ভোটে দাঁড়িয়েই পেয়েছিলেন সাফল্য, মৃত্যু হয়ে গেল তৃণমূল নেতার।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: বজ্রাঘাতে মৃত্যু হল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের। শুক্রবার বেলা এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে কেশিয়াড়ির করাট এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত্যু হয়েছে বছর ২৮ এর কালীপদ সরেনের। তিনি গগনেশ্বর পঞ্চায়েতের করাট বুথ এলাকার পঞ্চায়েত সদস্য ছিলেন। স্থানীয় সূত্রে খবর, এদিন শ্রমিকদের নিয়ে মাঠে গিয়েছিলেন। মাঠে ধান রোপণের কাজ চলছিল। সেই সময় বৃষ্টির সঙ্গে বাজ পড়ে।

x

শ্রমিকেরা একটি জমিতে কাজ শেষ করে অন্য জমিতে চলে গেলেও কালীপদ অতিরিক্ত বীজ তোলার জন্য থেকে যান। তখনই  বাজ পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পঞ্চায়েত সদস্যের মৃত্যুতে শোক তৃণমূলে এবং পরিবারে। এদিন দেহ উদ্ধার করে বেলদা থানার পুলিশ খড়্গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। গগনেশ্বর অঞ্চল তৃণমূলের সভাপতি রামকৃষ্ণ খাটুয়া বলেন," এইবারে প্রথম দলের টিকিটে লড়ে জয়লাভ করেন। আমরা সহকর্মীকে হারিয়ে শোকাহত।"