নিজস্ব সংবাদদাতাঃ সকাল থেকেই বেলুড়ের দুটি জায়গায় চলছে ইডির হানা। সূত্র মারফত জানা গিয়েছে যে, বেলুড় থানার ঘুসুড়িতে আজ হঠাৎই ইডি হানা দেয়। জানা গিয়েছে যে এক কয়লা ব্যবসায়ীর বাড়িতে সকাল থেকেই তল্লাশি চালাচ্ছে ইডি।
এছাড়াও, বৈদ্যবাটি চ্যাটার্জি পাড়ায়তেও এক বাড়িতে আজ সকালে ইডি হানা দেয় বলে সূত্রের খবর।