নিজস্ব সংবাদদাতা: আবার বিজেপিকে নিশানা করলেন বাবুল সুপ্রিয়। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি বিধায়করা 'চোর, চোর' স্লোগান দিচ্ছেন। সেই প্রেক্ষিতে মন্তব্য রেখেছেন বাবুল সুপ্রিয়। তিনি বলেছেন, "বিধানসভায় বিরোধীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি স্বীকার করি, আমাদের নেতাদের কেউ কেউ ধরা পড়েছেন বা তাদের বিরুদ্ধে কোনো কোনো মামলায় অভিযোগ রয়েছে। কিন্তু তারা (বিজেপি) যেভাবে 'চোর, চোর' বলে চিৎকার করছে। আমি এমন কাজ করি না। আমি প্রায় ৭ বছর (বিজেপির অধীনে) মন্ত্রী ছিলাম। আসানসোলে নির্বাচনের আগে কয়লা মাফিয়াদের দলে কে অন্তর্ভুক্ত করেছে? আমি এর বিরোধিতা করেছিলাম। আমি এর জন্য অসম্মানিত হয়েছিলাম। তারা (বিজেপি) কখনো বাঙালির জন্য কিছু করতে পারে না। (ইউনিয়ন) মন্ত্রিসভায় কি কোনো বাঙালি আছে?"