নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ নন্দীগ্রামে বিজেপিতে ভাঙ্গন। জানা গিয়েছে, নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতা তথা বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য অশোক করন, নন্দীগ্রাম এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশীষ দাসসহ প্রায় ৫০ জন বিজেপি কর্মী সমর্থক আজ রীতিমতো সাংবাদিক সম্মেলন করে বিজেপি ছাড়লেন।
কারণ হিসেবে তারা বলেন, বর্তমান নন্দীগ্রামে বিজেপির কার্যকলাপে তারা ক্ষুব্ধ। চার বছর ধরে নন্দীগ্রামে বিজেপির কার্যকলাপ, নন্দীগ্রামে পরপর দুজন তৃণমূল কংগ্রেস কর্মীর হত্যা, সামাজিক প্রেক্ষাপট, অস্থিরতা চলছে। জানা গিয়েছে, এছাড়াও, যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে দুর্নীতি ,বারবার তারা ঊর্ধ্বতন দলীয় নেতৃত্বদের জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই আজ তারা বাধ্য হয়ে দলীয় নেতৃত্বদের উপর ক্ষোভে বিজেপি ত্যাগ করলেন।