বয়কট পুজোর অনুদান ! মাইক বাজিয়ে হল ঘোষণা

অনুদান প্রত্যাখ্যান করলেন এলাকাবাসীরা।

author-image
Adrita
New Update
ে

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আর জি কর কাণ্ডে সারা দেশ উত্তাল হয়ে উঠেছে। এই আবহে বেশ কয়েকটি দুর্গাপুজোর ক্লাব মুখ্যমন্ত্রীর দেওয়া টাকা তথা অনুদানকে বয়কট করেছে। সূত্র মারফত জানা গিয়েছে যে, হুগলির কোন্নগরের মাস্টারপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবার অনুদানের টাকা বয়কট করেছে। 

হাওড়া জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী দুর্গোৎসব, জানুন বিস্তারিত ইতিহাস -  Uluberia Sambad

পুজো কমিটির এক সদস্য জানিয়েছেন যে, '' উৎসব পরে, আগে আমাদের সম্মান। আমরা মহিলারা যারা বাইরে কাজ করি, কিংবা বাড়িতে থাকি, আমাদের প্রত্যেকের সম্মানের সঙ্গে আমাদের পরিবারের সম্মানও জড়িয়ে থাকে। এখন সেই সম্মানেই আঘাত লেগেছে। আমরা দোষীর শাস্তি চাই। সেই সঙ্গে চাই আমাদের সকলের নিরাপত্তা। '' 

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, চলতি বছর পুজো কমিটিগুলিকে ৮৫ হাজার টাকা করে সরকারি আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

Durga Puja : 'জ্যান্ত দুর্গা'কে হত্যার প্রতিবাদ! মুখের ওপর সরকারি অনুদান  ফেরালেন মহিলা পুজো কমিটি