নিজস্ব সংবাদদাতা: কতটা সুরক্ষিত রয়েছে শিলিগুড়ি সীমান্ত? এবার তা নিয়ে প্রশাসনিক বৈঠক করলো বিএসএফ। বিএসএফের ৬০ তম ফ্রন্টিয়ার ব্যাটেলিয়ানে সাংবাদিক বৈঠকে মুখ খুললেন আইজি সূর্যকান্ত শর্মা।
এদিন তার সাথে উপস্থিত ছিলেন বিএসএফের ডিআইজি কুলদীপ সিং, ডিআইজি অপারেশন সঞ্জয় শর্মা, ডিআইডি সঞ্জয় পন্থ সহ অন্যান্য। প্রসঙ্গত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সীমান্ত ঘেঁষে রয়েছে বাংলাদেশের মাটি। বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে ক্রমাগত চলছে ভারতীয়দের উপর আক্রমণ।
বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চালানো হচ্ছে অমানুষিক নির্যাতন। উত্তরবঙ্গের ৮ জেলার অধীনে থাকা প্রায় ১৯৩৭ কিলোমিটার ইন্দো বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিএসএফ। কিন্তু সম্প্রতি তৈরি হওয়া জটিলতায় আশঙ্কিত বিএসএফ। সীমান্ত সুরক্ষা তারা বহাল রাখতে পারবে তো?
অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হবে আর তার সঙ্গে থার্মাল ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা এবং সিসি ক্যামেরার নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তের ধারে বসানো হয়েছে বায়োমেট্রিক মেশিন। প্রসঙ্গত হাসিনা সরকার পতনের পর থেকেই বহু বাংলাদেশীরা ভারতে আসার চেষ্টা করছেন। সীমান্তে বেড়ে গিয়েছে চাপ। ১০ শতাংশ জায়গায় নেই ফেন্সিং তার। খুব তাড়াতাড়ি সেই জায়গাগুলিতে কাঁটাতার বসানোর ব্যবস্থা করা হবে বলেও আশ্বস্ত করেছেন বিএসএফের আধিকারিকরা।