'নেতৃত্বদের সহযোগিতা পাইনি'! ক্ষোভে TMC পার্টি অফিসের পতাকা খুলে দল ছাড়ার ঘোষণা
'নেতৃত্বদের সহযোগিতা পাইনি', ক্ষোভে পার্টি অফিসের পতাকা, ব্যানার খুলে পার্টি অফিসে তালা তালা লাগিয়ে দল ছাড়ার ঘোষণা করলেন বুথ সভাপতি তথা পঞ্চায়েত সদস্যসহ দলীয় কর্মীরা।
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বাম আমলে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুর ১১/২ গ্রাম পঞ্চায়েতের তুড়িয়া দক্ষিন বুথ এলাকায় বেশ কিছু সরকারি খাস জমি ছিল। সেই জমি সিপিএম দখল রেখে চাষবাস করত বলে জানা যায়। তৃণমূল ক্ষমতায় আসার পর সেই জমি উদ্ধার করে এবং যেহেতু সরকারি জমি তাই চাষবাস বন্ধ রাখে। কিন্তু হঠাৎ করে দেখা গেল সেই জমিতে এক বছর ধরে চাষ হচ্ছে। সরকারি জমিতে কেন ব্যক্তিগত চাষবাস হবে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ডেবরা ব্লকের তুড়িয়া দক্ষিন বুথের তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত সদস্য তারক নাথ কুন্ডু। তার অভিযোগ, 'এ বিষয়ে দলকে বা দলের উচ্চ নেতৃত্বদের জানিয়ে কোনো লাভ হয়নি। কাদের মদতে সরকারি জমিতে চাষ হচ্ছে তাও জানতে পারছি না। এলাকার লোকজন প্রশ্ন তুলছে'। তাই দুঃখে দলীয় কার্যালয়ের সামনে থাকা তৃণমূলের পতাকা, ব্যানার খুলে পার্টি অফিসে তালা লাগিয়ে দল ছাড়ার কথা ঘোষণা করলেন ওই বুথ সভাপতিসহ দলীয় কর্মীরা।