বুথ ভিত্তিক রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন যুব তৃণমূলের

ব্লক তৃণমূল যুব কংগ্রেসের বুথ ভিত্তিক রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয় সাঁকরাইল ব্লকের কুলটিকরী হাই স্কুলের কমিউনিটি হলে। এদিন ওই সম্মেলনে সাঁকরাইল ব্লকের দশটি অঞ্চলের প্রতিটি বুথ থেকে দুজন করে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা উপস্থিত ছিলেন।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
v

ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় বুথ ভিত্তিক যুব কর্মী সম্মেলনের আয়োজন।

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : রবিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় বুথ ভিত্তিক যুব কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। ব্লক  তৃণমূল যুব কংগ্রেসের বুথ ভিত্তিক রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয় সাঁকরাইল ব্লকের কুলটিকরী হাই স্কুলের কমিউনিটি হলে।
এদিন ওই সম্মেলনে সাঁকরাইল ব্লকের দশটি অঞ্চলের প্রতিটি বুথ থেকে দুজন করে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা উপস্থিত ছিলেন। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে যুবদেরকে হাতিয়ার করে দলের কাজে লাগাতে এই রাজনৈতিক কর্মী সম্মেলন। ঝাড়গ্রাম জেলার মধ্যে সাঁকরাইল ব্লকের রগড়া অঞ্চল দিদির দূত কর্মসূচিতে প্রথম হয়েছে। তাই দিদির দূতদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্মেলন মঞ্চ থেকে সম্বোর্ধনা দেওয়া হয়। তার পাশাপাশি আরও বেশ কয়েকটি অঞ্চলের দিদির দূতদেরও রবিবার সম্বোর্ধনা দেওয়া হয়।
এদিন তৃণমূল যুব কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউৎ, সহ-সভাপতি অনুপ মাহাতো, ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ললিত মাহাতো,  ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য ভাগবৎ মান্না সহ আরো অনেকে। এছাড়াও তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র-ছাত্রীরা ওই সম্মেলনে উপস্থিত ছিলেন। তৃণমূল যুব কংগ্রেসের বুথ ভিত্তিক রাজনৈতিক কর্মী সম্মেলনে সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউৎ বলেন, ''মানুষের কাছে যেতে হবে, মানুষের কথা শুনতে হবে। মানুষের কাছে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ ও চিন্তাধারা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজকর্ম মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হবে যুবদের। সেই সঙ্গে মানুষকে বুঝতে হবে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার উজ্জলা গ্যাস দিয়েছেন, কিন্তু গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছেন। একশ দিন প্রকল্পের কাজের টাকা আটকে রেখেছেন। যার ফলে গরিব মানুষেরা কাজ করে ১০০ দিন প্রকল্পের কাজের টাকা পায়নি। আবাস যোজনা প্রকল্পের টাকা কেন্দ্র দেয়নি, তাই গরিব মানুষ ঘর করার জন্য টাকা পায়নি।'' তাই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের তিনি পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সাথে কথা বলে রাজ্য সরকারের সাফল্য তুলে ধরে প্রচার করার নির্দেশ দেন।