মেদিনীপুরের বিশিষ্ট শিক্ষকের বই প্রকাশ! বিজ্ঞান সচেতনমূলক আলোচনা

কি নাম বইয়ের?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-02-12 at 1.01.04 PM (1)

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মেদিনীপুরের বিশিষ্ট শিক্ষক শ্রী ষড়ানন পন্ডা (সবং) তাঁর একটি বিশেষ বই "জানা অজানার ওপার হতে" আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠান হলো সবং প্রাথমিক স্কুলে। 

এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের অনেক জ্ঞানী-গুণীজনসহ অনেক গুণগ্রাহী ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন ক্রান্তি গোষ্ঠীর সভ্যবৃন্দ। এছাড়া রাঙামাটি পত্রিকার সদস্যবৃন্দসহ সবং সায়েন্স সোসাইটি, এরাল ও চাউলকুড়ি গণবিজ্ঞান যুক্তিবাদী সমিতির সদস্যবৃন্দের উপস্থিতি বিশেষ মাত্রা এনে দিয়েছে। বিশিষ্টজনদের c এই বই প্রকাশ অনুষ্ঠানের মুখ্য বিষয়।

WhatsApp Image 2025-02-12 at 1.01.04 PM