নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক ভজহরি বিদ্যালয়ে book Day Observe করা হলো। উপস্থিত ছিলেন ডেবরা ইস্ট সার্কেলের এম আই শ্রী অমিতাভ দিয়াশী, সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক শ্রী দিলীপ কুমার সাঁই।
প্রায় ৭০০ জন ছাত্র ছাত্রীদের হাতে সরকারি বই খাতা, বিদ্যালয়ের পক্ষ থেকে ব্যাগ, ক্যালেন্ডার, বর্ষপঞ্জী, রুটিন, বুকলিষ্ট, আই কার্ড,চকলেট প্রভৃতি তুলে দেওয়া হয় । এই কর্মসূচিতে খুসি স্কুলে ছাত্র ছাত্রীরা।