নিজস্ব সংবাদদাতা: সাত সকালে বনগাঁয় চললো গুলি। গুলির আওয়াজে সরগরম হল গোটা এলাকা। গুলির আঘাতে আক্রান্ত ব্যবসায়ী। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
যা জানা যাচ্ছে, এদিন সকালে ওই ব্যবসায়ী মাছের ভেড়িতে গিয়েছিলেন মাছেদের খাবার দিতে। তিনি প্রতিদিনই এইসময় যেতেন মাছের ভেড়িতে। এদিনও সেই ভাবেই গিয়েছিলেন। মাছের খাবার দিয়ে ফেরার সময়ই তাঁর ওপর গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁর পেটে গুলি লাগে।
গুলি লাগা মাত্রই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাঁকে স্থানীয়রাই ধরে নিয়ে যান বনগাঁ মহকুমা হাসপাতালে। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। কী কারণে তাঁর ওপর গুলি চললো তা খতিয়ে দেখছে পুলিশ।