নিজস্ব সংবাদদাতা: C উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্য। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ির সিঁড়িতে রাখা এক মিষ্টির বাক্স থেকে মিলল তাজা বোমা। দেগঙ্গা থানার পুলিশ গিয়ে উদ্ধার করে তাজা বোমাগুলি। কে বা কারা বোমা রেখে গেল তা ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। এদিকে বাড়িতে মা-বাবাকে নিয়ে থাকায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের মনে ঘিরে ধরেছে আতঙ্ক।
/anm-bengali/media/media_files/iw7QWs1FSgUOb37prtjg.PNG)