নিজস্ব সংবাদদাতা : মনোনয়ন পর্বে বিরোধীদের বাধা দান থেকে, নমিনেশন প্রত্যাহারের জন্য ধমকি-একের পর এক অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। এবার বিরোধী দলের প্রার্থীর দুয়ারে বোমা রেখে যাওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।উত্তর ২৪ পরগনার দেগঙ্গার হাদিপুর ঝিকরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আইএসএফ প্রার্থীর বাড়ির সামনে বোমা রেখে দেওয়ার অভিযোগ উঠেছে। পঞ্চায়েতের ১১৯ নম্বর বুথে এবারের পঞ্চায়েত নির্বাচনে আইএসএফের প্রার্থী হয়েছেন আবদুল্লা মণ্ডল। তৃণমূলের তরফে ভয় দেখাতেই বাড়ির সামনে তার বোমা রেখে যাওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।