নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত ভোটের আগে বোমা উদ্ধারের ঘটনা আর বিরল নয়। এবার ব্যাগভর্তি বোমা পাওয়া গেল শিয়ালদহ দক্ষিণ শাখায় ক্যানিং স্টেশনের ঠিক আগের তালদি রেললাইনে। ব্যাগভর্তি বোমা পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। স্টেশন থেকে কিছুটা দূরে উত্তর রাজাপুর রেললাইনের দিকে সকালে হাঁটতে বেরিয়েছিলেন এক ব্যক্তি। তাঁর সঙ্গে থাকা পোষ্য কুকুরটি পড়ে থাকা ব্যাগটি শুঁকে সেখান থেকে নড়তে চায়নি। কুকুরের মালিক ব্যাগে উঁকি দিয়ে দেখেন তাতে তাজা বোমা রয়েছে। খবর পেয়েই সেখানে যায় রেল পুলিশ। ব্যাগে ৭-৮টি বোমা পাওয়া যায়। ক্যানিং থানার পুলিশ এসে জায়গাটি ঘিরে রাখে। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। কর্মীরা এলে বোমগুলিকে নিষ্ক্রিয় করা হবে। কে বা কারা ওই বিস্ফোরক ভর্তি ব্যাগ রেললাইনের ধারে রেখে গিয়েছে, সেই খোঁজে রয়েছে পুলিশ।
একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় প্রশ্ন জাগছে পশ্চিমবঙ্গে হচ্ছেটা কী?