নিজস্ব সংবাদদাতাঃ হঠাৎ করেই প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল বাড়ি সহ গোটা এলাকা। বাজির মতো শোনা যায় পরপর বোমা ফাটার শব্দ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, উড়ে যায় বাড়ির ছাউনির বেশ কিছুটা অংশ। এমনকি বাড়ির ভিতরে থাকা আসবাবপত্র-সহ বিভিন্ন সামগ্রী ছিটকে বাইরে পড়ে। রবিবার দুপুরে এমন ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাট থানার পাকুড়তলা গ্রামে। ওই গ্রামের এক তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণটি ঘটেছে বলে অভিযোগ। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঢোলাহাট থানার পাকুড়তলা গ্রামের বাসিন্দা আসাদুল খাঁর বাড়িতে বিস্ফোরণটি ঘটেছে। প্রাথমিকভাবে এটি বোমা বিস্ফোরণ বলে জানা গিয়েছে। ঘটনার সময় আসাদুল খাঁ বা তাঁর পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাড়ির ভিতরে বোমা কীভাবে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ঘটনার পর থেকে আসাদুল খাঁ পলাতক। তার খোঁজ শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ।