অর্জুন সিংয়ের বাড়িতে বোমা-গুলির হামলা: আহত হলেন বিজেপি সাংসদ

বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির লক্ষ্য করে গুলি ও বোমাবাজির ঘটনা ঘটেছে। পুলিশের সামনেই হামলা হয়েছে বলে জানা গিয়েছে। এই হামলায় প্রাক্তন সাংসদ অর্জুন সিং আহত হয়েছেন।

author-image
Debapriya Sarkar
New Update
Arjun Singh

নিজস্ব প্রতিবেদন : পুজোর মুখেই ফের রণক্ষেত্র হয়ে উঠল বিজেপি নেতা অর্জুন সিংয়ের এলাকা জগদ্দল। তাঁর বাড়ির লক্ষ্য করে গুলি ও বোমাবাজির ঘটনা ঘটেছে। এই হামলায় প্রাক্তন সাংসদ অর্জুন সিং আহত হয়েছেন, তবে তিনি আপাতত বাড়িতেই আছেন। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে।

Bomb attack

অর্জুন সিং অভিযোগ করেছেন, পুলিশের সামনেই এই ঘটনা ঘটে। শুক্রবার সকালে একদল দুষ্কৃতী বেশ কয়েকটি বাইকে এসে বোমাবাজি শুরু করে এবং গুলি চালায়। বোমা ও গুলির আওয়াজ শুনে তিনি বাড়ির বাইরে বেরিয়ে আসেন, কিন্তু এ সময় বোমার স্প্লিন্টার তাঁর পায়ে লাগে। এ ঘটনার ফলে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অর্জুন জানান, তাঁর নিরাপত্তারক্ষী ও কর্মীদের উপরও হামলা চালানো হয়েছে। বিধায়কের উপরেও হামলা হয়েছে বলে তিনি দাবি করেন।

arjun singhh1.jpg

প্রসঙ্গত, ২০২১ সালেও অর্জুনের বাড়িতে হামলা হয়েছিল, যার তদন্ত এনআইএ করেছিল। ওই সময়ের হামলার কারণ হিসেবে অর্জুন দাবি করেছিলেন, ভবানীপুরের উপনির্বাচনে দলের পর্যবেক্ষকের দায়িত্ব পালনের জন্য তাঁকে নিশানা করা হয়েছিল। এবারের হামলা নিয়ে এলাকার চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখছে।