নিজস্ব প্রতিনিধি: সারেঙ্গা ব্লকের চিলতোড় গ্রাম পঞ্চায়েতের গুনিয়াদা এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর, সারেঙ্গা ব্লকের চিলতোড় গ্রাম পঞ্চায়েতের গুনিয়াদা এলাকার মাঠের মধ্যে একটি কুয়োর মধ্যে এক মহিলার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
গ্রামবাসীরা ওই মহিলার দেহ দ্রুত উদ্ধার করেন, পাশাপাশি খবর দেওয়া হয় সারেঙ্গা থানার পুলিশকে। মহিলার দেহ উদ্ধার করে নিয়ে আসা হয় সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে দেহ নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।