পাঁচদিন পর কংসাবতী নদী থেকে উদ্ধার মেদিনীপুর শহরের নিখোঁজ যুবকের দেহ

শেষ কবে দেখা যায় তাকে?

author-image
Anusmita Bhattacharya
New Update

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বাবা-মা এর সাথেই কলকাতায় গিয়েছিল একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে। গত শুক্রবার সন্ধ্যায় ইন্টারভিউ দিয়ে বাবা-মা এর সাথেই পুরুলিয়া এক্সপ্রেসে করে মেদিনীপুর ষ্টেশনে নামে। ট্রেন থেকে নেমে সঙ্গে থাকা বাবা-মা-কে বাড়ির দিকে এগিয়ে যেতে পরামর্শ দিয়ে আসছি বলে বেরিয়ে যায় যুবক। তারপর রাতভর আর ফেরেনি। পরদিন থেকে চারিদিকে খোঁজ করে পরিবারের লোকজন। 

অবশেষে মঙ্গলবার সকালে ওই যুবকের দেহ উদ্ধার হল শহরের সংলগ্ন কংসাবতী এ্যানিকেট জলাধারে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে কোতায়ালী থানার পুলিশ। মৃত যুবকের নাম আকাশ পাল (২৯)। বাড়ি মেদিনীপুর শহরের ছোটবাজার এলাকায়। আকাশের ভাগ্না অনুপম দাস বলেন, "মামা একটি ফিনান্স কোম্পানিতে কাজ করত। এরপর নতুন করে কোনো একটি ইন্টারভিউ দিতে গিয়েছিল কলকাতায়। সঙ্গে বাবা-মাও ছিল। পুরুলিয়া এক্সপ্রেসে করে শুক্রবার সন্ধ্যায় মেদিনীপুর ষ্টেশনে নেমেছিল। তারপর ষ্টেশনেই বাবা-মা কে এগিয়ে যেতে  বলে সে একটু পরেই বাড়ি ফিরছি  বলেছিল। তারপর থেকেই তাকে পাওয়া যায় নি। এদিন মেদিনীপুর খড়্গপুরের মাঝে এ্যানিকেট জলাধারে তার দেহ উদ্ধার হয়েছে। কিভাবে হল বুঝতে পারছি না।"