নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া থানার অন্তর্গত ইন্দ্রা বনির বাসিন্দা মহেশ মাহাত প্রতিদিনের মতো শুক্রবারও স্নান করার জন্য বাঁশতলা এলাকার বাঁধে যান। তার পরেই হঠাৎ করে সেই জলে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যান, গ্রামবাসীরা খোঁজাখুঁজি করার পর মানিকপাড়া বিট হাউসে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় মানিকপাড়া বিট হাউসের বড়বাবু ঝাড়গ্রাম থানার আইসি এবং ডিজাস্টার টিম। সারাদিন খোঁজাখুঁজি করার পরও দেহ উদ্ধার হয়নি। ডিজাস্টার টিম পুনঃরায় শনিবার সকাল থেকে দেহ খোঁজার কাজ শুরু করে। শেষমেষ উদ্ধার হয় মহেশ মাহাতর দেহ। মানিকপাড়া ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রামের মর্গে পাঠিয়েছে।