ফ্রিজে পড়ে ১০ মাস আগের দেহ! দুর্গন্ধে ফ্রিজ খুলতেই...

বেশ কয়েকদিন ধরেই ছড়াচ্ছিল দুর্গন্ধ৷ এই বাড়িটির পাশ দিয়ে যাওয়াই কার্যত দায় হয়ে দাঁড়ায়৷ তাই শেষ পর্যন্ত নাজেহাল হয়ে সকলে পুলিশে খবর দেন। ঘটনাটি বৃন্দাবন কলোনির।

author-image
Jaita Chowdhury
New Update
Murder

নিজস্ব সংবাদদাতা: বেশ কয়েকদিন ধরেই ছড়াচ্ছিল দুর্গন্ধ৷ এই বাড়িটির পাশ দিয়ে যাওয়াই কার্যত দায় হয়ে দাঁড়ায়৷ তাই শেষ পর্যন্ত নাজেহাল হয়ে সকলে পুলিশে খবর দেন। ঘটনাটি বৃন্দাবন কলোনির। আর পুলিশ এসে খোঁজ চালাতেই চক্ষু চড়কগাছ কান্ড। ফ্রিজ থেকে মিলল এক মহিলার মৃতদেহ৷ এই ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ঘটনা প্রসঙ্গে দেওয়াসের এসপি পুনীত গেহলত জানান, ঘটনায় অভিযুক্ত সঞ্জয় পাতিদারকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। এই সঞ্জয় পাতিদার বিবাহিত ৷ যদিও তিনি বাড়িটি ভাড়া নিয়ে গত ৫ বছর ধরে থাকছিলেন প্রতিভা ওরফে পিঙ্কি প্রজাপতির সঙ্গে ৷ দু’জনে ছিলেন লিভ-ইন সম্পর্কে। আর প্রতিভা সঞ্জয়কে বিয়ের জন্য ক্রমাগত চাপ দিচ্ছিলেন ৷

সঞ্জয় জানায়, পিংকি তাঁকে প্রতিদিন মানসিক ভাবে নির্যাতন করছিলেন। আর তাই সহযোগী বিনোদ দাভের সাহায্যে 2024 সালের মার্চ মাসে তিনি প্রতিভাকে শ্বাসরোধ করে হত্যা করেন। আর তারপর লাশটি ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়। 

এদিকে, ক্রমাগত দুর্গন্ধ বের হওয়ায় বাসিন্দারা খবর দেন বিএনপি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ি তল্লাশি করার সময় ফ্রিজে মৃতদেহ দেখে অবাক হয়ে যায়। ফ্রিজের মধ্যে থেকে উদ্ধার হয় পিঙ্কির মৃতদেহ। উজ্জয়িনী থেকে ফরেন্সিক টিম এসে ঘটনা খতিয়ে দেখে। সে মহিলার দেহটি ময়নাতদন্তের জন্য দেওয়াস জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আপাতত বাড়িটি সিল করে দিয়েছে পুলিশ।