নিজস্ব সংবাদদাতা: গৃহবধূ ও তার আট বছরের কন্যাসন্তানের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের করণদিঘি থানা এলাকায় ৷ ওই গৃহবধূ ও তাঁর বড় মেয়ে সোমবার থেকে নিখোঁজ ছিল বলে দাবি করেছিল স্বামী ৷ এর চার দিন বাদে অর্থাৎ বৃহস্পতিবার গৃহবধূর পচাগলা দেহ উদ্ধার করে করণদিঘি থানার পুলিশ ৷ পরে উদ্ধার হয় তাঁর মেয়ের দেহ ৷ এই ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ ৷
মৃতার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, তাঁদের মেয়ে ও নাবালিকা কন্যাকে পরিকল্পনা করে হত্যা করেছে স্বামী ও তাঁর বাড়ির লোকজন ৷ অবিলম্বে এই খুনের ঘটনার তদন্ত ও যথোপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা ৷ রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সানা আক্তার জানান, দু'দিন ধরে এরা নিখোঁজ ছিল। গতকাল তাদের দেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় স্বামী অভি কর্মকারকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে আটক করা হয়েছিল। তার কথা অসঙ্গতি থাকায় পরে গ্রেফতার করা হয়েছে ৷ আজ অভিযুক্তকে আদালতে তোলা হবে।
/anm-bengali/media/post_banners/roXGBe1iYPXm93tRNRij.jpg)