নিজস্ব সংবাদদাতা: মাঝ নদীতে দাঁড়িয়ে গেল নৌকা, আর তাতেই বিপাকে পড়লো যাত্রীরা। নৌকার মেসিনের তেল শেষ হয়ে যেতেই ঘটে এই বিপত্তি। আর এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এ এন এম নিউজ।
অবশ্য অন্যদিকে এ ধরনের তেল শেষের কোনো ঘটনা ঘটেনি বলেই জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। তাঁদের কথায়, পাখায় কিছু জড়িয়ে যাওয়ার জন্য ইঞ্জিন বন্ধ করতে হয়েছিল। এদিন এমনটাই জানিয়েছেন ঘাট কর্তৃপক্ষ পুতুল বেরা মহাশয়।
যা জানা যাচ্ছে, ডেবরার টাবাগেড়িয়া নদী ঘাটের ঘটনা এটি। আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের টাবাগেড়িয়া নদী ঘাটে একটি নৌকার মাঝ নদীতে তেল শেষ হয়ে যাওয়ায় নৌকা ভেসে অন্যত্র চলে যায়। যার জেরে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। অনেকে আতঙ্কিতও হয়ে পড়েন। এর পরে নৌকাটিকে যাত্রী সহ উদ্ধার করে আনা হয় অন্য ঘাটে। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
এই নিয়ে ঘাট কর্তৃপক্ষ জানান, “এই ধরনের তেল শেষের কোনো ঘটনা ঘটেনি। নৌকার পাখায় কিছু জড়িয়ে যাওয়ায় ইঞ্জিন বন্ধ করতে হয়েছে। পরে নৌকাটি ঠিক করা হয়। অনেক নৌকা রয়েছে। পরিষেবায় কোনো ব্যাঘাত ঘটেনি। মানুষের পরিষেবায় আমরা সর্বদা সজাগ”।