নিজস্ব সংবাদদাতা: রাজ্যের রাস্তায় নীল সাদা রং নিরাপদ নয়। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দাখিল জনস্বার্থ মামলায় দাবি ভারতীয় রোডস কংগ্রেসের বিধান অনুযায়ী, রাস্তার ধারে বা সেতুতে সাদা, হলুদ এবং কালো রং বিপদজ্ঞাপক হিসেবে দেওয়ার কথা। কিন্তু সেই বিধান না মেনে সর্বত্র নীল সাদা রং করার ফলে তা গাড়িচালকদের কাছে দুঃস্বপ্নের মত। জনস্বার্থ মামলায় অভিযোগ।
বিষয়টি সত্যিই ভাবার মত। যেখানে সমস্ত সব স্কুল বাসের রং হলুদ হওয়া বাধ্যতামূলক। মন্তব্য প্রধান বিচারপতির। প্রতিটি রঙের তরঙ্গ দৈর্ঘ্য আলাদা। বিশেষত রাতের বেলা। রাস্তায় থাকা রং সাদার বদলে হলুদ ও কালো থাকা দরকার। যাতে রাতের অন্ধকারেও তা স্পষ্ট ভাবে নজরে আসে। মন্তব্য মামলাকারীর আইনজীবীর। আপাতত, শুনানি মুলতবি।