'রক্ত দান জীবন দান', বললেন বিজেপির সাংসদ

রক্ত মানুষের জীবন দান করে। প্রতি মানুষের উচিত রক্তদানের মাধ্যমে অন্য মানুষদের পাশে এসে দাঁড়ানো। এর মাধ্যমে আমাদের সমাজ আরও দৃঢ় এবং শক্তিশালী হবে।

author-image
Adrita
New Update
এক্স

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ কল্যানীর শ্যামাপ্রসাদ ভবনে বনগাঁ (Bongaon) সাংগঠনিক জেলার ভারতীয় জনতা যুব মোর্চার (Bharatiya Janata Yuva Morcha, BJYM) পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবিরে (Blood Donation Camp) উপস্থিত ছিলেন বনগাঁ বিজেপির সাংসদ (BJP MP) শান্তনু ঠাকুর। 

hiring.jpg

তিনি এই মহৎ সমাজসেবার কাজে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত। তিনি এক্স হ্যান্ডেলে এক টুইটের মাধ্যমে তার অনুভূতি প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ' কল্যানীর শ্যামাপ্রসাদ ভবনে (সেন্ট্রাল পার্ক) বনগাঁ সাংগঠনিক জেলা @BJYM এর উদ্যোগে এক মহতী রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। রক্ত দান জীবন দান। এমন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকাই আমাদের লক্ষ্য। ' 

 

hiring 2.jpeg