একুশে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বাম ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির!

একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এবং জেলার ব্লাড ব্যাংক গুলিতে গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে সারেঙ্গা সিপিআইএমের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : একুশে ফেব্রুয়ারি ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এবং জেলার ব্লাড ব্যাঙ্ক গুলিতে গ্রীষ্ম কালীন রক্তের সংকট মেটাতে এবার এগিয়ে এলো বাম ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা ডি.ওয়াই.এফ.আই ও এস.এফ.আই। শুক্রবার ভারতে গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশন সারেঙ্গা লোকাল কমিটির উদ্যোগে সারেঙ্গা সিপিআইএমের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের পর শুরু হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবির।

publive-image

উদ্যোক্তাদের কাছে জানা গেছে মুমূর্ষু রোগীদের পাশে থাকার জন্য এবং গ্রীষ্মকালীন জেলার ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট মেটাতে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরে পুরুষের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডি.ওয়াই.এফ.আই বাঁকুড়া জেলা সম্পাদক মন্ডলী সদস্য সুপ্রিয় মহাপাত্র,লালটু দুলে, সুপ্রিয় ত্রিপাঠী,অভিজিৎ ঘন্টেশ্বরী,তনুময় লাহা, পথিক রজক সহ সিপিআইএমের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। 

publive-image

স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট ৫৭ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন যার মধ্যে ১০ জন মহিলা ও ৪৭ জন পুরুষ ছিলেন। স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করে খাতড়া ব্লাড ব্যাংক।