নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: ধামসা মাদল নয়, শিক্ষা চাই- এই স্লোগানকে সামনে রেখে পুরুলিয়ার বান্দোয়ানের পুনস্যা একলব্য মডেল স্কুলে পঠন পাঠন শুরু করার দাবিতে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে বান্দোয়ান বিডিও অফিস ঘেরাও কর্মসূচি। সোমবার বান্দোয়ান বাস স্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়। মিছিলে সামিল হন স্কুল কলেজ পড়ুয়ারাও। মিছিল শেষে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হল।
বিকেল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে বিক্ষোভ। প্রায় সাত ঘণ্টারও বেশি সময় ধরে ব্লক অফিসে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভস্থলেই চলে খাওয়া-দাওয়া। অবশেষে রাত সাড়ে দশটার পর আগামী ২৫ তারিখ একাধিক দফতরকে নিয়ে আলোচনায় বসার আশ্বাস পেয়ে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি তুলে নেন।