নিজস্ব সংবাদদাতা: রাজ্যের বাজি কারখানায় বিস্ফোরণ। ভয়াবহ বিস্ফোরণ নদিয়ার কল্যাণীর রথতলায়। ঘনবসতিপূর্ণ এলাকায় এই বিস্ফোরণে আতঙ্কিত এলাকাবাসী। সূত্রের খবর, এই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। উদ্ধার হয়েছে সকলের ঝলসানো দেহ। বিস্ফোরণের তীব্রতা এতটাই যে, গোটা বাজি কারখানাটি উড়ে গিয়েছে। শুধু তাই নয়, আশঙ্কা করা হচ্ছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে।
ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন কল্যাণী থানার পুলিশ এবং দমকল বাহিনী। বিস্ফোরণের পর উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। সূত্রের খবর, কল্যাণী পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে এই বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে কল্যাণীর জেএনএম হাসপাতালে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।