নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূল নেত্রীর বাড়িতে বিকট শব্দ। উড়ল বাড়ির চাল। মালদহের হরিশচন্দ্রপুর-১ ব্লকের কুশিদা গ্রামপঞ্চায়েতের গাররা এলাকায় রবিবারের ঘটনা ঘিরে তুমুল শোরগোল বাঁধে। ভোটের আবহে এমন ঘটনায় শুরু হয়েছে চাপানউতর। যদিও তৃণমূল নেত্রীর পরিবারের লোকের দাবি, ছোট সিলিন্ডার ছিল ঘরে। তা ফেটে এমনটা ঘটে থাকতে পারে।
যদিও পরিত্যক্ত ঘর হওয়ায় কোনও হতাহতের খবর নেই। সিলিন্ডার বিস্ফোরণ হলেও আগুন লাগেনি বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিশচন্দ্রপুর থানার পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, এত গরমের কারণে এই ঘটনা ঘটে। টুম্পা সরকারের স্বামী বলেন, "আমার একটা মিল ছিল, ২০১৪ থেকে বন্ধ। তালা দেওয়া থাকে না। পাশে রাস্তা আছে। উপরে অনেক জিনিস আছে। আওয়াজ শুনে ভাবলাম মিটার বক্সটা ফেটেছে। গিয়ে দেখি সেটা কিছু হয়নি। তবে টিন ফুটো হয়ে গিয়েছে। মনে হচ্ছে ছোট সিলিন্ডার ছিল। সেটাই ফেটেছে।"