এক ঝাঁক নেতা-নেত্রীকে শোকজ বঙ্গ বিজেপির!

সামনেই লোকসভা নির্বাচন। প্রস্তুতি চলছে বিরোধী শিবিরে। আর বঙ্গ বিজেপিতে কিনা শোকজ চলছে! শোকজ করা হল এক ঝাঁক নেতা নেত্রীকে! রাজ্য রাজনীতিতে চড়ছে পারদ।

author-image
Pallabi Sanyal
New Update
fcdsfdf



নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়া : গত ২৪ আগষ্ট সল্টলেকে বিজেপির রাজ্য অফিসে বিক্ষোভের ঘটনায় বিজেপির ২২জন নেতা নেত্রীকে শোকজ করল রাজ্য বিজেপি। দলের মন্ডল সভাপতি রদবদল নিয়ে সল্টলেকে বিজেপির রাজ্য কার্যালয়ে বিক্ষোভ দেখানোয় পাঁশকুড়ার ২২জন নেতা নেত্রীদের শোকজ করল বিজেপি। দলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান প্রতাপ বন্দ্যোপাধ্যায় তাদের শোকজ করে সাত দিনের মধ্যে জবাব চেয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই নেতা নেত্রীরা দলের হয়ে কোনো কর্মসূচিতে সামিল হতে পারবে না।

শোকজের তালিকায় বিজেপির জেলা সম্পাদিকা তথা পঞ্চায়েত সমিতির সদস্যা স্বাগতা মান্না সহ ২১জন রয়েছে।২৮ শে আগষ্ট শোকজ চিঠি ইস্যু করা হয়। তারপর ডাকযোগে প্রত্যেকের কাছে সেই চিঠি পাঠানো হয়।পাঁশকুড়া পশ্চিম বিধানসভার অধিন পাঁচটির মধ্যে চারটি মন্ডল সভাপতি পদে বদল হয়। তাঁর প্রতিবাদে নেতানেত্রীরা সল্টলেকে রাজ্য অফিসে ব্যাপক বিক্ষোভ দেখায়। সেই মতো রাজ্য সভাপতির নির্দেশেই একসঙ্গে ২২ জনকে শোকজ করা হয়।