নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ '' তিলোত্তমার বিচার চাই, ধর্ষকের ফাঁসি চাই '' এই স্লোগানকে সামনে রেখে আজ অভিনব কর্মসূচি বিজেপির।রীতিমতো ফাঁসির মঞ্চ তৈরি করে দুর্গাপুরে প্রতিবাদ কর্মসূচী বিজেপি কর্মী সমর্থকদের।
জানা গিয়েছে, দলের যুব মোর্চার জেলা নেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে আজ আর জি কর ঘটনার রায়দান ঘোষণার আগে বিজেপি এই কর্মসূচির ডাক দিয়েছিল।