হরি ঘোষ, দুর্গাপুর : মনোনয়ন পেশের শেষ দিনে বিজেপির পক্ষ থেকে জেলা পরিষদের ৫টি আসনে মনোনয়ন জমা দেওয়া হল। বৃহস্পতিবার দুর্গাপুরের সিটি সেন্টারের কালিমন্দিরের সামনে থেকে বিজেপির পক্ষ থেকে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা দেয় বিজেপির প্রার্থীরা। মিছিলে নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষন ঘড়ুই সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা।