ছাত্র সমাজকে অপমান করে বিজেপির আন্দোলন! ক্ষোভ প্রকাশ মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়ার

ছাত্রসমাজের তথাকথিত পিক্সপ্রেমিক ছাত্রদের দ্বারা পুলিশ অফিসারদের উপর (পুলিশ বাহিনীর উপর মোট হামলার অংশ) নৃশংস হামলার প্রমাণ।

author-image
Probha Rani Das
New Update
manas ranjanhh

নিজস্ব সংবাদদাতাঃ ছাত্রসমাজের তথাকথিত পিক্সপ্রেমিক ছাত্রদের দ্বারা পুলিশ অফিসারদের উপর (পুলিশ বাহিনীর উপর মোট হামলার অংশ) নৃশংস হামলার প্রমাণএটা হল ছাত্রসমাজকে অসম্মান করে বিজেপির আন্দোলন। আমাদের মুখ্যমন্ত্রী এবং পুরো পুলিশ বাহিনী সম্পূর্ণরূপে সংযত ছিল।

বিজেপি নেতাদের লালবাজার ঘেরাও এর প্রয়োজন কি ছিলকেউ কি ব্যাখ্যা করতে পারেনযেখানে বিচারের দাবি চলে গেছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি বিজেপিসিপিএম এবং কংগ্রেসের গলায় উঠে এসেছে। এর উত্তর এদের কাছে নেই।কারন তারা আর জি করের ঘটনায় রিতীমতো রাজনীতি করে চলেছে।

আজকের ঘটনায় পুলিশ আক্রান্ত হয়েছেসরকারি সম্পত্তি নষ্ট হয়েছেকাদের মতদে।এর উত্তর দিতে পারবে বিজেপি। আগামীকাল আমি সমস্ত রাজ্য বাসীর কাছে আবেদন করবো বিজেপির এই বনধ আপনারা রুখে দিন।আমাদের মুখ্যমন্ত্রী বনধের বিরুদ্ধে।আগামীকাল সমস্ত কিছু সচল রাখুন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আপনাদের নিরাপত্তার জন্য।