মুখ্যমন্ত্রীর পদত্যাগ-বাড়ি ঘেরাও অভিযান বিজেপির! পুলিশি আটক-শোরগোল

মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পদত্যাগের দাবিতে তাঁর বাসভবনের সামনে বিরাট বিক্ষোভ বিজেপির।

author-image
Aniruddha Chakraborty
New Update
,

নিজস্ব সংবাদদাতাঃ মুডা কেলেঙ্কারি মামলায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বুধবার অর্থাৎ আজ বেঙ্গালুরুতে কে কে গেস্ট হাউস থেকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বাসভবন পর্যন্ত পদযাত্রা শুরু করেন ভারতীয় জনতা পার্টির নেতা-কর্মীরা। এরই মধ্যে বিক্ষোভকারীদের আটক করেছে পুলিশ।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পদত্যাগের দাবিতে তাঁর বাড়ি ঘেরাও করতে যাওয়া বিজেপি কর্মীদের আটক করেছে পুলিশ। 

ল্ম

প্রসঙ্গত, কর্ণাটক হাইকোর্ট মুডা কেলেঙ্কারিতে রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলটের তদন্তের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সিদ্দারামাইয়ার আবেদন খারিজ করে দিয়েছে।

এদিকে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সিদ্দারামাইয়ার পদত্যাগ দাবি করেছে কারণ তাকে এখন মুডা জমি কেলেঙ্কারি মামলায় বিচার করা হবে। 

উল্লেখ্য, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার স্ত্রী পার্বতী সিদ্দারামাইয়ার মালিকানাধীন জমির সাথে জড়িত মহীশূর নগর উন্নয়ন কর্তৃপক্ষ (এমইউডিএ) দ্বারা ক্ষতিপূরণমূলক আবাসিক সাইট বরাদ্দের সম্ভাব্য অপব্যবহারের বিষয়ে অভিযোগ উঠেছে। বিরোধীরা এবং বিজেপি এই বিতর্ককে 'মুডা কেলেঙ্কারি' তকমা দিয়েছে।