TMC-কে জিতিয়ে দিন! জিতেও আজব দাবি BJP প্রার্থীর

তিনি জিতেছেন বিজেপির হয়ে। কিন্তু জিতেই আজব দাবি করলেন। চাইছেন এবার জিতিয়ে দেওয়া হোক তৃণমূলকেই। কিন্তু কেন এই আজব সিদ্ধান্ত নিলেন জয়ী প্রার্থী?

author-image
Anusmita Bhattacharya
New Update
11

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: শাসকের সন্ত্রাসের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করলেন জয়ী বিজেপি প্রার্থী। জয়ের শংসাপত্র ফেরাতে বিডিও অফিসে হাজির হলেন বিজেপির নতুন নির্বাচিত পঞ্চায়েত সদস্য। বুধবার অফিস বন্ধ থাকায় শংসাপত্র নিয়েই ফিরে গেলেন যদিও। পালটা সৌজন্য দেখিয়েছে তৃণমূলও।

গলসি ১ এর বুদবুদ পঞ্চায়েতে ১২৯ নম্বর সংসদে বিজয়ী বিজেপি প্রাথী বিমলা সরকার বুধবার শংসাপত্র ফিরিয়ে দিতে বুদবুদে বিডিও অফিসে যান। অফিস বন্ধ থাকায় শংসাপত্র ফেরত দিতে পারেননি। জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই শংসাপত্র কেন আচমকা ফেরত দিতে চান তিনি? দাবি করেন যে তাঁকে জেতানোর জন্য বুদবুদ সুকান্তপল্লির সাধারণ মানুষের উপর মঙ্গলবার রাত থেকেই নাকি অত্যাচার চালাচ্ছে তৃণমূল। তাই তিনি এই চরম সিদ্ধান্ত নিলেন। সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে অপারগ। তাই তাঁর জন্য তাদের কোনও অঘটন ঘটে যাক সেটা তিনি চান না। শাসক দলের যিনি ছিলেন তাঁকেই বিজয়ী ঘোষণা করে দেওয়ার দাবি করলেন তিনি। তাঁর আশা, তাহলে হয়তো মানুষগুলো অত্যাচারের হাত থেকে বাঁচবে।