নিজস্ব সংবাদদাতা: বঙ্গ বিজেপির তরফে সমাজমাধ্যমে পোস্ট করে লেখা হয়েছে, "কর্তব্যরত কনস্টেবলের কাছেই শ্লীলতাহানির শিকার বঙ্গনারী ! মমতা ব্যানার্জী বাংলায় থাকবে যতদিন,বঙ্গনারীদের ধর্ষণের অভিশাপ থেকে মুক্তি নেই ততদিন। "